অস্তমিত বেলা একা – তুমি চলে গেলে অনেক দূর
আর পথ ছিল না, বসলে পথের শেষে
তুমি ছিলে ক্লান্ত একাকী
বিজন বনে কেউ ছিল না তোমার পাশে
নিথর নিস্তব্ধ কালো রাত ছিল সাথে তোমার
চারদিক ঝি-ঝি পোকার ডাকের শব্দ
চেয়ে চেয়ে দেখছো ঐ দূর আকাশের নক্ষত্রের ঝরা খেলা
আবার খসে পড়া এক তারা
সাথী হারা পাখির অব্যক্ত ছুটাছুটি
নীড়ে ফেরার আশা, উন্মাদ পাখিটি জানে না
সাথী কে খুঁজে পাবে কিনা
ওর পাখার শব্দ বাতাস বহন করবে কিনা
তোমার দীর্ঘশ্বাস দূরে গড়াগড়ি খায়
তুমি ভাবছ কি আর হবে, ঝরা ফুলে মালা গেঁথে
বিশ্বের বিস্মৃতির দুয়ার খোলা
তুমি বসে আছো হতাশায় ধোঁয়াশার পথে;
বলো – বলো তুমি – কেন তোমার হতাশা?
তুমি যে একটা নতুন পথের জন্ম দিলে,
সে পথে হাঁটবে চিরকাল -
স্বাধীন পায়ে চলা পথিকেরা।