কালো ধোঁয়া, পুরাতন কাপড়
কাক ঠুকরিয়েছে, আর
পতাকাটি ছেঁড়া!
তুমি ছিলে পথের ধারে -
যেতে চাও আরো দূরে, কিন্তু
তাতে বাঁধা, নানা ধাঁধাঁ আঁধারে!
চোরা গলিপথে অন্ধকার, অথচ
দৃষ্টির সীমানা চলে গেছে দূরে;
তুমি ভয় পেলে না নিজকে হারিয়ে,
বুক ভরা অদম্য সাহস,
অন্ধকার সাঁতরায়!
অথচ যেতে চাও তোমার
খোলা আঙ্গিনায়।
মাঝপথ বড়ই কঠিন,
ঘামে ভেজা ক্লান্ত শরীর,
কালো কেশ দাঁড়ের মতো সোজা
যদিও দম ছিল একেবারে স্থির।
ধন্য তুমি ধন্য এক মহাবীর ধন্য!
অদূরেই দেখতে পেলে -
কত আশার প্রদীপ জ্বলা,
যা আগে কখনও দেখনি তুমি।
তোমার অট্টহাসি ফেটে পড়লো,
যেন ভরা মাঠ হাততালি দিল!
নতুন দেশ বাংলাদেশ হাঁসলো।
“হাঁসতে দাও, হাঁসতে দাও”
ও যে জনম ধরে শুধু কাঁদলো।।