কতদূর – অনেক দূর – আর কতদূর
ঘাম ঝরা চৈত্রের দুপুর হলো তপ্ত
পাতা ঝরে বাতাস গান গায় মরমর
সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকার নিশ্চিত
বেলা শেষে খেলা শেষ
পাখী সব ফিরে যেতে চায় নীড়ে
অপেক্ষায় থাকে আকাশের খেয়ায়
আবার নীড় হারা পাখির মন থাকে অশান্ত;
বালুচরে দাঁড়িয়ে তুমি দেখছ চারদিক
ধূ-ধূ এক ধুয়াসার আকাশ
আকাশে শকুনের বিচরণ আর কাকের আনাগোনা;
অথচ তুমি মিছেই বাঁচার জন্য আছো সদা উদ্যত –
নিশ্চিত হবে পরাজিত চিরতরে মুক্ত –
যেতে হবে যেতে হবে পৃথিবীর বিধান
কি রেখে গেলে তুমি? মানুষের মাঝে কর্মজ্ঞান?