বসন্তের বিকাল
মনটা ভালো ছিল না
বেলকুনির এক পাশে চেয়ারে বসে
বাসি খবর দেখছিলাম
পাশেই পরিত্যক্ত এক মাঠ ছিল;
হঠাৎ এক ঝাঁক দাঁড় কাকের কা-কা শব্দ
কানে এসে বেজে গেল
শূন্য মাঠে অনেক কাক –
এক টুকরা মাংসের লোভে
পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল ভীষণ;
মাথাটা কর্কশ শব্দে যেন ব্যথা অনুভব করছে
খবরের কাগজটি রেখে বাইরে এলাম
তারপর বাইপাস রোড ধরে হেঁটে হেঁটে যাই কিছুদূর
এক ডেকের ধারে বসেছিলাম একাকী
পাশেই একটি জলাশয় ছিল;
অদূর এক উঁচু সাদা বিল্ডিং দেখতে পেলাম
তার সবগুলো জানালা খোলা ছিল
জলাশয়ের চারপাশে রক্তাক্ত কৃষ্ণচূড়ার গাছ
আর অজস্র অতিথি পাখির মধুর কলরব
এক ঝাঁক মুক্ত বলাকা স্বাধীনতার প্রতীক
ডানা ঝাঁপটিয়ে উড়ে যায়;
আমি কেবল পড়ে থাকি এখানে একেলা
ব্যথাতুর এ মন নিয়ে
একটি মুক্ত আকাশ চাই
স্বাধীন আকাশ –
পাখিদের মতোই স্বাধীন একটি আকাশ।