গভীর রাত, শহর নিঃশব্দ,
সবগুলো জানালা ছিল বন্ধ,
সারাদিনের ক্লান্তি ফেলে
তুমি ছিলে নির্ঘুম;
দাঁড়িয়েছিলে ছাদের উপর,
যতদূর চোখ যায় দেখছিলে তুমি
পূর্ণিমার জোছনা আর হাঁসে না,
তুমি কান্নার শব্দ শুনতে পেয়েছিলে, আর
অনেক মানুষের দীর্ঘশ্বাস ছিল দুর্গন্ধে ভরা
যা প্রতিটি ইটের পাঁজরে আটকে গেছে!
বিজন পথ, একাকী বসে কাঁদে!
আজ কোথায় হারিয়ে গেল বকুল আর হাসনাহেনা?
চারদিক থেকে কান্নার রোল বইছে বাতাস,
তুমি দ্বিধায় ভুগছিলে;
স্পষ্ট কথা বলে, যা দূর থেকে শোনা যায় -
একমাত্র সাক্ষী দেয় নিঝুম রাতের আয়না!