ভোরের শিশির পায়ে নিয়ে
তোমার পথ চলা
তপ্ত দুপুর গড়িয়ে গেল সন্ধ্যা হলো
আবার দুইটি পা শিশিরে ভিজে গেল;
অনেক পথ ঘুরিয়েছ
প্রচুর ঘাম ঝরে গেল
তবু পেলে না কাঙ্ক্ষিত ছায়া
তুমি এক পথহারা ক্লান্ত যাযাবর
শূন্য দুয়ার ফেলে ফিরছ কোথায়?
দুয়ারটি আগেই বন্ধ ছিল;
ছোট নদী গড়িয়ে যায় –
বড় নদীর মোহনায়, ঘটাতে চায় মিলন
কিন্তু অবসাদ দেহে কোন কোন নদী ভেঙ্গে পড়ে
দুইটি তীর পড়ে থাকে
মাঝখানে বিস্তীর্ণ বালুর মাঠ ভেসে যায়
বালুর মাঠে ফসল হয় না
এখানে কোন ছায়া নেই
হলো না বাসা বাঁধা তোমার
যদিও ইচ্ছা ছিল বাসা বাঁধবে ছায়ায়
নীড় হারা মনটা আর পারলাম না হেরে যায়
বলো – বলো তুমি? কেন হেরে গেলে? কেন পরাজয়?
এমন করেই বেলা যায়, আশা যায় ঝরে
বেলা ফিরে না, আশা থাকে না।