পৃথিবীর চোখে রক্ত ঝরে, অকাতরে বয়ে যায়
মিলিত হয় সাগরে তার কিছু অস্তিত্ব থাকে
মায়ের চোখে রক্ত ঝরে, যা শিশু দেখতে পায়
শিশুর চোখ ফেটে তপ্ত রক্ত গড়িয়ে যায়
এমন করেই পৃথিবীর প্রতিটি দরজায় হয় রক্ত জমাট
দরজাটি খুললেই পা হয়ে যায় লাল
চারদিক রক্তের ফিনকি, আগুনের ঝলক –
দেখা যায় সব কয়টি দ্বীপে
সভ্য মানুষ লাল দেখেই আঁতকে উঠে
ডাক্তার ঐ ব্যাধির চিকিৎসা দেয় না
ছোট প্রাণের রক্ত, জমাট বাঁধে লাল সাগর পড়ে রয়
যেখানে হাজার পদ্ম মাথা উঁচু করে নেয় জন্ম
অথচ সভ্য পৃথিবী দেখে না, অবহেলিত হয়ে রয়;
সার্চ লাইটে রক্তের হলি খেলার শেষ নেই – নেই শেষ
ছোট প্রাণ ছোট কথা নির্ভয়ে বলে যাও –
জেনে রেখো জবাব দিতে হবে –
সভ্য পৃথিবীকে একদিন;
ওরা কুঁড়িতেই চলে গেছে হয়নি প্রস্থান
সে দিনের অপেক্ষায় প্রতিটি প্রাণ
পোস্ট মর্টেমে অবিচারের সাক্ষী দেবে একদিন
আমার কলম ছুঁড়ে দিলাম রক্ত জমাট সাগরে।