তুমি ভেসে যাও কালের স্রোতে অজানা এক পথ,
অজানা ঠিকানায় হয় ঠিকানা, মাঝে অন্ধকার।
নতুন পাতা মলিন হয়, ঝরে যায়,
খেয়া পারাবার অপেক্ষায় দাঁড়িয়ে তুমি।
সোনালি মাঠ ফাঁকা হয়ে যায়,
নতুন বীজে আবার সোনালি উঠে ভরে;
ঝরা ফুল গজায় নতুন ফুলের বাগান,
শুধু আসা-যাওয়া যেন জোয়ার ভাটা।
অথচ জীবন কত সুন্দর হতে পারতো,
সময় যদি স্থির থাকতো চিরকাল,
হোক খড়কুটো ঘর, নিভু নিভু প্রদীপ,
তোমার আনন্দ ভরা জীবন থাকতো চারদিক।
তুমি মানুষ আগে যা দেখোনি
দেখেছে ঐ খরগোসটি,
তাই আনন্দে নাচছে সর্বক্ষণ, ছুটাছুটি।
সুতরাং সময়কে অনুরোধ, হয়ে যাও চির স্তব্ধ,
সুন্দর পৃথিবীকে জনম ধরে চলতে দাও -
তবু তুমি চুপ কেন? কথা বলো? কে আছো আর্চার?