উল্কা ছিলাম, হঠাৎ ছিটকিয়ে
পৃধিবীতে পড়লাম কোন এক দ্বীপে
দ্বীপটি ছিল জনসংখ্যার চাপে ভরা
নিশ্চিত সাগরের দিকে চলে গেছে বেঁকে
এরই মাঝে উঁচু পাহাড় নীলাম্বরী ধরে সাজ
উঠতে চায় নীল আকাশ ফুঁড়ে
নামটি তার ‘স্বপ্ননীড়’
চারপাশে আছে শোভারী ফুলের বাগান
বাহিরের গেট স্টিলে মজবুত, দারোয়ান দাঁড়িয়ে থাকে
তীক্ষ্ণ দৃষ্টি তার ল্যান্ড ক্রুইজার গাড়িটির দিকে
কখন যে সাহেব-সাহেবান এসে যায় হায়! ভয় হয়
আবার রেল স্টেশন, ফুটপাত, নদী বন্দরে দেখা যায় ভিন্ন চিত্র
যে পথে শিয়াল কুকুর অনায়াসে চলে যায়
এক কালো দানবের থাবায় ওরা আজ ভূমিহীন, হয় নীড়হারা
ভয়ে ত্রাসে কাতরায় আজীবন, এভাবে পৃথিবীর সবকটা স্থলে
কেন? কেন উঁচুতলা থেকে নিচুতে ধিক্কার থুতু দেয়?
তুমি জেনে রেখো
ঐসব ভুখারির দল গুড়ে দিতে পারে –
তোমার অট্টালিকা ‘স্বপ্ননীড়’ একদিন।