বিশাল মাঠ আঁকাবাঁকা চলে যায় পথ
অনেক হোঁচট খেয়ে তুমি হাঁটলে কিছুক্ষণ
শরীরটি হয়ে গেল বড় ক্লান্ত
হৃদপিণ্ডের ধাক্কা সামলায় না
ফেলে দিবে পথের ধুলো
এক করুণ বীণের আসবে ডাক
যেতে হবে ওপার অনিবার্য একদিন
আজ অথবা কাল কোন এক বিদায় পালকিতে
তবু লুণ্ঠিত শরীর, ধুলামাখা মন, ভুখা পেট
পিছু ফিরে চায় আনমনে
কিন্তু শক্ত চৌকাঠ দেয় বাঁধা
কোন এক ঈষাণ কোণের কালো মেঘ
বয়ে যায় প্রলয়ংকরী ঝড়
একবার ইচ্ছা হলো তোমার, ব্যাকফুটে যেতে চাও
গুঁড়িয়ে দিতে চাও, যতসব মিথ্যা, শঠ অহমিকার বুক
তাতে সত্যের পথে উড়বে নিশান চিরকাল
হায় বিধাতা! তুমি দিলে মানুষ জন্ম,
কেন দিলে লোলুপ জিভ?