হাত বাড়ালেই বন্ধু হবে
নয়তো এমন কথা,
বন্ধু তোমায় হতে হলে
হতে হবে যথা-।


নির্বাচিতে বন্ধু আমি
নিব কোনো পথ,
বন্ধু আমার হতে হলে
হতেই হবে সৎ।


থাকে যদি তোমার মনে
একান্ত স্বার্থ,
দোস্তি তোমায় করতে আমি
হব যে ব্যর্থ।


অহমিকা থাকে যদি
তোমারি অন্তরে,
বন্ধু তোমায় না করে আজ
রাখব দূরে সরে।


হিংসা যদি থাকে তোমার
স্বভাব-চরিত্রে,
বন্ধু তুমি হবে না মোর
থাকবে না চিত্তে।


যতই যাচি, যতই বাছি
খুঁজতে যে তোমায়,
আসল বন্ধু গড়ে উঠবে
ত্যাগের মহিমায়।।