(বর্তমানে আমাদের দেশে নিত্যদিনের ঘটে চলা শিশুদের উপর পাশবিক নির্যাতন, ধর্ষণ ও হত্যা ঘটনার প্রেক্ষিতে উদ্গত চরম ক্ষোভ ও ঘৃনা থেকে আমার এ লেখা)


শিশু, কিশোরী, তরুণী, বয়স্ক
তোর ভয়ে আজ সকলে ত্রস্ত।
তোর কারনে তারা বের হতে পারে না
দিবা রাত্রি একাকী কোথাও।
তুই লম্পট, তুই ধর্ষক! তুই অপাংক্তেয়
তোর জন্য হেয় পুরুষ, গর্ভধারিণী লজ্জিত।
তুই তো নিজেকে ভাবিস পুরুষ
আসলে তুই প্রতিবন্ধী! তুই হীন কাপুরুষ!
তুই পুরুষ তো কেবল ঐ ঝুলে থাকা
অস্থিহীন মাংসপিন্ড দন্ডায়নে!
তুই পুরুষ শুধু অবলা অসহায় নির্যাতনে।
তুই বেজন্মা, তুই এক বেওয়ারিস
তুই নরাধম, তুই তো খবিশ!
তুই কার্তিকেয় কুকুরের লালায়িত জিভ
তুই দুর্গন্ধময় পঁচা নর্দমার কীট!
তুই এক বিষধর গোখরোর ফনা
তুই ওৎ পেতে থাকা নররূপী হিংস্র হায়না!
আদতে তুই তো কোন মানুষ-ই না
তুই মানুষরূপী এক শয়তানের প্রেতাত্মা!
তুই নরপিশাচ! তুই নষ্ট, ভ্রষ্ট, বিকারগ্রস্ত!
তুই কুলাঙ্গার! তুই হীন, ঘৃণ্য অমানুষ!