বাবা মানে সন্তানের এক
ছায়া দেয়া বটবৃক্ষ,
বাবা মানে নিরাপত্তা ঘেরা
শান্তিময় এক চিত্ত।


বাবা মানে চিপস চকলেট
আবদার ভুড়ি ভুড়ি,
বিছানায় শুয়ে কাতুকুতু খেলার
আনন্দ সুড় সুড়ি।


বাবা মানে দুটি তর্জনী ধরে
পায়ে হাঁটা গুটি গুটি,
গা ঘষাঘষি ডিকবাজি আর
ফুর্তির লুটোপুটি।


বাবা মানে কাঁধে বসে ঘোরা
মাঠ ময়দান মেলা,
ঘরের মেঝেতে পিঠে চড়ে ফের
টাট্টু ঘোড়া খেলা।


বাবা মানে রোজ ঘুম থেকে তুলে
স্কুলে যেতে বলা,
বই খাতা ভরা ব্যাগ ও টিফিন
সাথে বয়ে নিয়ে চলা।


বাবা মানে উচিৎ অনুচিত
আদর্শ নীতি শেখা,
বড় হবো আর মানুষ হবো
কত যে স্বপ্ন দেখা।।