নদীর ও পাড় ছোট্ট গ্রাম
রসুলপুর এক গাঁ,
সেইখানেতে বাস করে
রহিমউদ্দি খাঁ।
লোকটার একটি স্বভাব আছে
নিজে নিজেই মোড়ল সাজে
চাল চালন আর শিক্ষা দীক্ষা
অথচ কিছু না।
কোন এখানে দেখলে জটলা
ভাঙতে যায় সে শুধুই একলা
উপায় অন্ত খুঁজে না পেয়ে
ফিরে আসে বিফল হয়ে।
কোথাও আবার দেখলে ঝগড়া
থামাতে যায় নিজে একলা
মন্দ গালি খেয়ে পরে
সম্মান ফেলে আসেও ফিরে।
দেখলে কোথাও মারামারি
ছাড়াতে যায় হাত খালি
এলো পাথরি দু' ঘা খেয়ে
পালিয়ে আসে প্রাণটি নিয়ে।
সালিশিতে আসলে পরে
আগ বাড়িয়ে কথা বলে
অবশেষে এক ঝাড়ি খেয়ে
ঘাড় বাঁকিয়ে যায় সে উঠে।
তাহার এসব কাণ্ড দেখে
গাঁয়ের সকল দুষ্টু ছেলে
নাম নিয়ে তাই কাঁটে ফোঁড়ন
গাঁয়ে মানে না আপনি মোড়ল।।