কত কষ্ট যাতনা সয়ে
দিয়েছে জন্ম এই যে তোরে।
আদর দিয়ে, সোহাগ দিয়ে
করেছে পালন শিশু কালে।


নিজের ক্ষুধার কষ্ট ভুলে
খাইয়েছে সে উদর পুরে।
কত সহ্য-ধৈর্য্য ধরে
করেছে বড় এই যে তোরে।


ভুলে যদি যাস তুই তারে
দুঃখ পাবি উভয় কুলে।
খুসী যদি রাখিস তারে
লাভ হবে তোর জীবন ভরে।


দেখিস যদি সু-নজরে
পূণ্য লেখা হবে ভালে।
বৃথা সকল সাধন ছেড়ে
লেগে যা তুই তাহার পরে।


ভুল ত্রুটি সব শুধরে নিয়ে
মাফ চেয়ে আজ তাহার তরে,
পড়ে থাক তার চরণ তলে
সুখ যদি চাস পরপারে।