অাজকে যারা খোকা খুকি
     বিদ্যালয়ে যায়,
পড়ার চাপে খেলাধূলার
     সময় নাহি পায়।


বই-খাতা আর টিফিন ভারে
    কাঁধটি তাদের নুইয়ে পড়ে।
তবু তারা ছুটে চলে
    স্কুল, কোচিং, টিউটরে।


ক্লাস শেষে বাসায় ফিরে
    নাস্তা, গোসল, লাঞ্চ সেরে
হোমওয়ার্ক আর মিস্ এর পিছে
    কাটে তাদের বিকেলটা যে।


পরীক্ষায় এত কম্পিটিশন
    মায়েরা করে খুব টেনশন।
ভাল ফলের প্রত্যাশাতে
    তাদের শুধুই পড়ায় রাখে।


লেখাপড়ার এত চাপে
    খোকা খুকি যায় হাপিয়ে,
তবু তারা করতে থাকে
   মা বাবা যে স্বপ্ন আঁকে।।