রোজ নামচা ভঙ্গ করা
অবসাদ এই ছুটির বেলা,
কর্মহীনার ক্লান্তি ভারে
সময় আমার কাটে না যে,
ব্যস্ত দিনের মত আবার-
ব্যস্ত হতে ইচ্ছে করে।


নাস্তা শেষে কাজের বেলা
ঘরে বসে ঠায় একলা,
স্মৃতির পাতা নেড়ে চেড়ে
সময় আমার কাটে না যে,
ব্যস্ত দিনের মত আবার-
ব্যস্ত হতে ইচ্ছে করে।


বাসার সকল অাপন জনে
ব্যস্ত থাকে নিজের কাজে,
আমি থাকি শুয়ে, বসে
সময় আমার কাটে না যে,
ব্যস্ত দিনের মত আবার-
ব্যস্ত হতে ইচ্ছে করে।


অনেক কিছু ভেবে ভেবে
কবি হবার ইচ্ছে জাগে,
গুলিয়ে যাই ছন্দ পেতে
সময় আমার কাটে না যে,
ব্যস্ত দিনের মত আবার-
ব্যস্ত হতে ইচ্ছে করে।


হঠাৎ কখন ছন্দভারে
তন্দ্রা মাঝে, ঘুমের ঘোরে,
বলি আমি বিড়বিড়িয়ে
সময় আমার কাটে না যে,
ব্যস্ত দিনের মত আবার-
ব্যস্ত হতে ইচ্ছে করে।।