শোনো, ঐশ্বর্যের একটা গল্প বলি শোনো,
খুব আহামরি কিছু নয়, অতি সাধারণ,
তবু কিছু কিছু সাধারণ থাকেনা, যারা
সাধারণকে ছাপিয়ে অসাধারণ হয় ?
এ গল্পটা ঠিক সে রকমই।
মেয়েটা চেয়েছিলো ছেলেটাই বলুক,
এক বুক সাহস নিয়ে সামনে এসে
পথ আগলে দাঁড়াক,চোখে চোখ রাখুক,
নির্ভয়ে নির্বিগ্নে বলুক- ভালোবাসি;
ছেলেটা চেয়েছিলো-মেয়েটা ইশারা করুক,
মুখ দিয়ে না পারুক, অন্তত চোখে বলুক,
চোখেরও তো একটা না বলা ভাষা আছে !
অন্তত একটু ইঙ্গিত দিক, অল্প কিছু আস্কারা,
পৃথিবী হাতের মুঠোয় নিয়ে এসে ছেলেটা
তখন মেয়েটার পথ আগলে দাঁড়াবে, কোন
অশুভ শক্তি তখন রোধ করবে তার গতিপথ ?
এভাবেই মেয়েটা অপেক্ষা করে ছেলেটার সাহসের;
আর ছেলেটা অপেক্ষা করে মেয়েটার আস্কারার;
সময়ের পর সময় কাটে, দিন যায় দিন আসে,
তবু মুখ ফুটে কারো ভালোবাসি বলা হয়না।


---------------১৪/০৫/২০১৮, সময়ঃ ৩ঃ১৮ মিনিট-------------