—আমি, তুহিন..! হতে চাইনি...তো এমন তুহিন...!
                           আমার, জীবন।


"মা-বাবার সেই ছোট্ট তুহিন,, ছিলো না তো এমন তুহিন..!

আমি তুহিন ছিলাম ভালো,, যখনই মা নিয়ে যেতো স্কুলে,,
  স্কুলে নয়,,পরিবারে ও তুহিন ছিলো নম্র-ভদ্র..!


কেজি-স্কুলে ছিলো ভালো,,প্রাইমারী তে রাখতে পা,,
  এই,, তো তুহিন বুঝতে শিখলো নতুন দুনিয়া,,,!


"সেই তো তুহিন,,এ-দিক ঐ-দিক ছোটাছুটি করতে লাগলো..
  মায়ের সেই নম্র তুহিন,, চঞ্চল হতে লাগলো,,


প্রাইমারি স্কুল শেষ,, হাই স্কুলের পালা,,এই তো তুহিন
            বুঝতে,, শিখলো কঠিন বাস্তবতা।


বন্ধু-বান্ধব অনেক হলো,,কাটছে ভালোই দিন...!
           খারাপ -ভালো বন্ধুদের সাথেই,, থাকতো সারাদিন।


মা-বাবার কথা শুনতো নাহ,,তখন পড়তে বসতে বলতো।
  তখন তুহিন বন্ধুদের আড্ডা বেশি পচ্ছন্দ করতো।


" হঠাৎ যখন বিদেশ এর মাটিতে,, বাবা এক্সিডেন্ট,, হলো
    তখন থকেই তুহিনের মনে পরিবারিক দায়িত্ব ঢুকলো,,!


স্কুল জীবন ভালোই কাটছে,, চলে এলো বাস্তবতা।
         তাই তো এখন ছুটে এসেছে দূর প্রবাসে একা...।