স্নাতধারার বর্ষণে শিহরন জাগে প্রাণে
ঝন-ঝন সুরে নামে বৃষ্টি
শ্যামল বন ঝাড়ে তন নির্মল অভিসারে ।
মুগ্ধ স্নিগ্ধতায় সাজ বুনে বনলতায়
বর্ষার মনোলোভা অবিরাম বারিধারা মনোহারে ।


কালো মেঘে ঢাকে গগণ ঘন-সজল আবিরে
ঝর ঝর বাদলে মন রাঙে নিরবে
যৌবনা বর্ষা লাবণ্য বিস্তারে সুন্দরে ।
খরস্রোতা নদ-নদী খাল-বিল জলাদি
বৃষ্টির সমারোহে ভরে উঠে নিমিষে সিক্ততা গুমরে ।


নব অনুরাগ আদলে চিত্তহষরা বাদলে
টিপ-টিপ বর্ষায় জলধারা
অঝরে ঝরা মেঘকজ্জল বহরে রসাবেশে ধুসরে ।
রিমঝিম বর্ষণের কলতান কলরোল মাজে প্রাণ
দিবস-যাম আনন্দের ফুটে বান আষাঢ়ে ।