ধমকা তালে বইছে হাওয়া ঝরছে বৃষ্টি অবিরল
স্রোতস্বহি নদীগুলোয় উপছে বহে বর্ষার জল
ডুবছে হাওর খাল-বিল খামার
ডুবছে মাঠ-ঘাট ডুবছে ভাটির সুবুজ প্রান্তর
পাথার দৃশ্যে ভাস্য গ্রাম, দোলছে গাঙ্গে নাও বহর ।


জলতরঙ্গে খেলছে খেলা জল হাসের শত দল
জলপ্রাণীরা এপার ওপার ঘুরছে ভেসে নিরন্তর
ঝুম-ঝুমিয়ে জলে নামছে নেঙ্গা গায়ের কিশোরগণ
ভাসাই ভেলা আনন্দ খেলায় সাঁতারিছে শিশুসব
আষাঢ়ীয়া জোয়ার ঢলে মনে জাগছে কল-কল বর ।


বৃষ্টি ছোঁয়ায় কদম-কেয়া, কেতকী ছড়ায় সৌ্রভ
মুগ্ধ শোভায় স্নিগ্ধ ঝরায় দোলছে বাতাস অবিরল
রিমঝিম বৃষ্টির মৃদু তালে আবেগে নাচে মন
কালোমেঘের নবীন বর্ষায় হরষ ফুটায় প্রাণ
নির্ঝনী বারিধারায় জাগায় মধুর কলতান ।