গৌরীপুত্র এলে?
নাকি মায়ের ঘরের দোরে পাহারায়?
তোমার হাতে মস্ত গদাখানি,
দেখে ভয় করে, জানি, তবু থাক।
আজ তোমার পুজো শেষে
ফিরে যাবে যে ভক্তের দল,
তাদের রেখো সতর্ক চোখে।
কে বলতে পারে,
হয়ত ভূতেরা ছদ্মবেশে ঘোরে।
নির্জন গলিপথে, প্রশস্ত রাজপথে,
ময়দানে, বাগানে, অথবা পুজোপ্রাঙ্গনেই,
মায়েদের সম্মান আগলে রেখো ছেলে।
তারা গৌরী সবাই।
দেখো, ঘুমন্ত দুর্গাকে গৌরীবক্ষে
জাগতে যেন না হয়।