সকালবেলার মিঠে রোদে
ছাদের ওপর মেলে দিয়েছি মনটা।
যত বেলা বাড়ে,
রোদ ততই চড়ে মাথার ওপর,
আর তারই সাথে সাথে
জেগে ওঠে হাজারো কাজের তাড়া।
অগত্যা, তাতেই যাই ডুবে।
ডুবতে ডুবতে অতল তলে,
তারি মাঝে আনমনে কী যেন খুঁজতে থাকি।
আমায় ঘিরে কর্মময় জগৎ
কোলাহলে মুখর হয়ে থাকে।
সময় নেই, সময় নেই অন্য কিছু ভাবার।
অন্য কিছু, যা হয়তো ঠিক
কাজের কাজ বলে গণ্য নয়,
নিতান্তই "অকাজ "!
ঘোর সংসারী মানুষ
এমন ব্যস্ত দিনে কখনো তা করতে পারে?
সূর্য কিন্তু চুপচাপ দেখে যায় সব।
সারাদিন ধরে খররোদে শুকিয়ে প্রায় পাঁপড়ভাজা
করে তোলে মেলে দেওয়া মনটাকে।
দিন কেটে যায়, অন্ধকারের হাতে
তুলে দিয়ে যায় দায়িত্বভার.......
অনেক রাতে, ঘুমে ঢলে আসা ক্লান্ত শরীরে
হঠাৎ মনে পড়ে যায়
ছাদে মেলে দেওয়া মনটাকে,
নিয়ে তাকে আসা হয়নি আর।
পড়ে আছে চুপচাপ অনাদরে অবহেলায়
রোদে পুড়ে ঝলসে যাওয়া মন,
রাতের হিম লাগা ভিজে স্যাঁতসেঁতে মন,
আকাশ দেখতে চাওয়া, স্বপ্ন বুনতে চাওয়া,
"অকাজ " করতে চাওয়া আমার অবুঝ মন --
সেই অকাজ,
আজো হয়ে উঠল না।