আয়নাঘর
এস, এম, ইমরানুল ইসলাম রাজন
নামটি তার আয়নাঘর,
নাইকো কোথাও আয়না।
সেথায় কভূ ঢুকলে পরে,
কিছুই দেখা যায় না।
বিছানা- বালিশ- কাঁথা নেই,
খাঁটের বদলে পাটি।
আহার- বিহারও যাচ্ছেতাই,
জীবনটাই পুরো মাটি।
আয়না ঘরের মানুষগুলো,
জানেনা তাদের পাপ।
জুলুম- পীড়ণ সহ্য করেও,
পায়না তবু মাফ।
প্রাণ নিয়ে ফিরেছে যারা,
আপনজনের কাছে।
অনেকে আবার সব হারিয়ে,
ঘুরছে পাছে পাছে।
আয়নাঘরের কারিগরেরা এখন,
আপন ঘরেই বন্দি।
শয়তানি সব ফাঁস হয়েছে,
তাদের সকল ফন্দি।