(সদ্য প্রয়াত শিল্পজন মহিত আহমদ কে)


এখনো হিমাগারে তোমার নিথর দেহ।
হয়তো আরো দু’তিন দিন;
জাগতিক চুড়ান্ত প্রস্তুতিতে তুমি চলে যাবে
লোক চক্ষুর অন্তরালে অজানা আপন ঠিকানায় ।
আর দেখা যাবেনা কবিতার চরণে স্তবকে দরাজ কণ্ঠে,
রঙ-তুলি হাতে কিংবা কবিতার স্রোতে কোন আড্ডায়
উপস্থাপক কিংবা কবিতা পাঠে ।
দেখা যাবেনা ট্রামে ট্রেনে রাস্তায় রেস্তোরাঁয় কিংবা কোন অনুষ্ঠানে ।
আর বাজবেনা তোমার মুঠোফোন,
শোনা যাবেনা ‘কেমন আছেন’, ‘জী ভাল আছি’ ইত্যাদি ।
আমি আর অপেক্ষায় থাকবোনা কিংবা তোমাকেও
অপেক্ষায় থাকতে হবেনা ‘গার দু নরদ’ মেট্রোর পাশে ।
রেস্তোরাঁয়, কফিবারে বিল পরিশোধের জোর কাটাতে  হবেনা ।
শিল্পের মোহমগ্নতা আর তোমাকে সংসার বিরাগী করবেনা ।
তোমার দৈহিক প্রস্থান মেনে নিতে প্রস্তুত
আমাদের অক্ষমতা চিরন্তন সত্যের সর্বজনীনতায় ।
তোমার পদভারে মুখরিত এই নগরে রচিত শিল্পচিহ্ন কালজয়ী হোক ।
তুমি বেঁচে থাকবে তোমার শিল্পকর্মে আমাদের মাঝে ,
তুমি আসবে হাসবে ভাসবে গল্পে কবিতায় স্মৃতিকথায় ।
একদিন আমাদের দেহও নিথর হবে তোমার মতো
আজ তোমার প্রস্থান প্রস্তুতি আমাদের প্রস্থান প্রস্থুতি স্মরণ করে দেয় ।
তাই দৈহিক প্রস্থান পূর্ব কামনা শুধু-
পরপারে তুমি উত্তীর্ণ হও , স্রষ্টার সান্নিধ্য সুখে অনন্ত হও ।


১১ অক্টোবর ২০১৭ /  প্যারিস, ফ্রান্স।