জনমানবহীন কোন এক গলিপথে
মৃত্যুর চেষ্টারত একলোক;
মাঝেমাঝে ডাষ্টবিনের মশা-মাছি
তার মৃত্যু চেষ্টা ভেঙ্গে দেয় ।


হন্তদন্ত এক পথচারীর চকিত চাহনি।
কম্পিত ভাবনা-লোকটি মনে হয় মৃত।


পাশে যেতে না যেতেই আবারো মশা-মাছি
তার মৃত্যুচেষ্টা ভেঙ্গে দেয়।
পথচারীর কম্পিত প্রশ্ন- আপনি তাহলে জীবিত ?
-জানি না ।
তারপর লোকটির কন্ঠে গুন গুন স্বর ভেসে আসে-
জীবিতের অভিনয়ের চেয়ে মৃত্যুচেষ্টা শ্রেয়।