মনের মাঝে কষ্ট ভীষণ
দেহের মাঝে সুখ
দীঘল দেহি নয়তো আমি
তবুও পাতি বুক।


তোমার ছোঁড়া তীর আমার
বিধলো না তো বুক
তবুও কেন সুখী তুমি
পাও না কেন দুঃখ ?


হাঁটতে গেলে পায়ের মাঝে
যদি বিধে কাঁটা
তবেই মানুষ শিখতে পারে
ভাল করে হাঁটা ।


তোমার মনে সুখের ছবি
চোখের মাঝে ভোরের রবি
তাইতো আমি ভাবের দেশে
ছন্দ পতন কামুক কবি।