(অধ্যাপক ড. পিয়াস করিম স্যার কে)


কেন তুমি চলে যাবে এভাবে; কাউকে কিছু না বলে?
চেয়ে  দেখ ঢুকরে  কাঁদছে  মানুষ,  শোক বিহবলে।


তোমার এই  শূণ্যতা পাবে না পূর্ণতা;  বইবে কতকাল।
জাতির ক্রান্তিকালে তোমার অবর্তমানে কে ধরবে হাল?


দেশজুড়ে হাহাকার অনাচার অবিচার চলছে যখন;
মুখোশধারিদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে দাঁড়ালে তখন।


প্রতিদিন  রেডিও টিভি  দৈনিকে তুলে ধরেছিলে সত্য
মুখোশ খুলে দেখালে জাতিকে, ওরা মানুষ নয় দৈত্য।


শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে, সত্য কথা বলেছিলে
সত্যের  উপর অবিচল তুমি পৃথিবীকে দেখিয়ে দিলে।


তোমার এ চলে যাওয়া কঠিন হলেও; মেনে নিতে হয়
ওপারের  আবাসস্থল যেন, সত্যের পতাকা তলে হয়।