রুধ্দশ্বাসে প্রণয়কাতর তোমার অবয়ব
চোখের চাহনিতে জলচাপ আঁকে,
ঘন ঘন নিঃশ্বাস নিতর হয় একাকীত্বের গহবরে,
গড়িয়ে পড়া সুখ এখনো ঝড় তোলে বুকে।


মাঝে মাঝে পরশুরামের প্রলম্বিত ভাবনা
শিহরণ জাগায় মনে,কেটে যায় নির্ঘুমরাত।


ক্লান্ত সুখে নুয়ে পড়া তোমার লজ্জা ঢাকার
বিদ্যুৎ গতি খুঁজে ফিরি সকাল-দুপুর-সন্ধ্যা।
তারপর শুকতারাটি মনের সুখে আলো
নিভিয়ে হারিয়ে যায় দিনের গহবরে।