বাংলাদেশে উড়ছে দেখো
লাল সবুজের নিশান
রক্ত দিয়ে উড়ালো সেদিন
কুলি মজুর কিষাণ।


জীবনের মায়া তুচ্ছ করে
যুদ্ধে গেলো অস্ত্র হাতে
ত্রিশ লক্ষ শহীদ হলো
হার মানেনি তবুও তাতে।


ছিনিয়ে আনলো বিজয় দেশের
পালালো হানাদার
ডিসেম্বরের ষোল তারিখ
বিজয় দিবস যার।


বাংলা আমার প্রানের ভাষা
দেশকে ভালবাসি
স্বাধীন দেশে মুক্ত হাওয়ায়
প্রাণ খুলে হাসি।
১৫/১২/২০১৪