একজন কবির মৃত্যুতে দেখলাম
আকাশ থেকে খসে পড়ছে তারাগুলো,
তারাশূন্য আকাশে উল্কা আর ধূমকেতুর রাজত্ব,
সূর্য চলে গেছে অস্তাচলে,
মুর্মূষু চাঁদ অমাবশ্যার আলিঙ্গনে,
আকাশ আর পৃথিবী আঁধারের মাঝে হামাগুড়ি দিচ্ছে।


একজন কবির একটি কবিতার জন্ম দিনে
তারাগুলো মিটমিটিয়ে জ্বলে উঠলো,
উল্কা আর ধুমকেতু নিমিষেই মিলিয়ে গেলো শূন্য,
পুর্বাকাশে উদিত হলো ভোরের সোনালী রবি
আর দ্বিগুণ আলোতে উদ্ভাসিত হলো পূর্নিমা চাঁদ।


এভাবে প্রতিদিন প্রতিটি শিশুর জন্ম
যদি একেক জন কবির জন্ম হতো
তাহলে তারাদের আকাশে দেখা যেতো না
উল্কা কিংবা ধূমকেতু,
সূর্যাস্তের চিরঅবসান
আর অমাবশ্যার যবনিকা হতো।