আঁধার রাতের হাতছানিতে ডুবছে দিনের আলো
আলোকিত দিন হারিয়ে গেল, হল আঁধার কালো।


রাত তো সবে শুরু হল, বাকী মধ্য গভীর রাত
ভয়ঙ্কর এক ভবিষ্যৎ আজ বাড়িয়েছে দু হাত ।


আমরা না হয় হারিয়ে  গেলাম রাতের গভীরে
অনাগতরা কেমনে আসবে রাতের বুক চিরে ?


গভীর রাতের গভীরতা, ফাঁড়ি দিতে পারো যদি
তবেই শুরু হবে আলোর মিছিল ছুটবে নিরবধি।


আঁধারের বুক চিরে পূবাকাশে উঠবে ভোরের রবি  
পালিয়ে যাবে আঁধার যত আলোকিত হবে সবি।
১৬.০১.২০১৫