পথের মোড়ে সুখের লগন
পথ যে এখনো একটু বাকী
ক্লান্ত দেহে সুখের আঁচড়
জল টলমল শোকের আঁখি।


জলের মতন বইছে কেমন
অকুল অতল রক্ত নদী
হ্রষ্ট পুষ্ট মানুষগুলো লাশ
নামে ভাসছে নিরবধি।


ধরতে হবে ধৈর্য্য আরো
একটু খুব বেশী নয়
পথের শুরু অনেক আগে
সামনে বিজয় নিশ্চয় ।


চর্তুদিকে জাগছে মানুষ
চোখের মাঝে অগ্নিলাভা
মধ্যরাত পেরিয়ে এখন
পুর্বাকাশে ভোরের আভা।