তোমরা যাকে জীবন বল আমি বলি নয়
জীবন মানে বহমান নদী নেই তার ক্ষয়।


জীবনের শুরু পৃথিবীতে শেষ অনন্তে
জীবন কখনো হয়না শেষ মৃত্যুর অন্তে।


মৃত্যু মানে দেহের পতন কিংবা স্থানান্তর
কিন্তু জীবন নদীর মতন বহে নিরন্তর।


মৃত্যু মানে এপাড় থেকে ওপাড়ে পাড়ি দেয়া
সময় হলে ঘাটে ভিড়ে মৃত্যু নামের  খেয়া।


হয়তো ভাবো মৃত্যু মানে জীবন হল শেষ
আসলে জীবন মাত্র শুরু অনন্ত অশেষ।