আবার এলো বৈশাখ
কোরমা পোলাও রাখ,
পান্তা ইলিশ খাবি
রেঁধেছে মাহি ভাবী।


নাগা দিয়ে চটপটি
ভালোলাগে মোটামুটি,
সিন্তিয়া ভাবী রাঁধবে
খেয়ে সবে কাঁদবে।


শুভা ভাবী নীরব
যখন হবে সরব,
কতকিছু রাঁধবে
আরও খাও সাদবে।


বউ ধরেছে বায়না
পান্তা ইলিশ খায়না ,
আবার এলো বৈশাখ
খাবে সে পুইশাখ।


নাচবে শুভা দিদি
তৈরি হও জলদি,
যাবো বৈশাখী মেলায়
পড়ন্ত বেলায়।


কপালে পরে লালটিপ
চুলে গুঁজা সাদা ক্লিপ,
লাল পাড় সাদা শাড়ি
কাঁখে ধরে কলসি হাড়ি,
ললনাদের ছলনা
দেখতে খুব মন্দনা।