জেনে বুঝে যদি কেউ করে কবিরা গুনাহ
জায়েজ হবে কি তার সকল কথা শুনা ?
হউক না সে মহামানুষ কিংবা ফেরেশতা
স্বয়ং খোদা ছিন্ন করে তার সাথে রেশতা।


যাহা ইচ্ছা তাহা সে করে
ভাবে,সব হয় দেবতার বরে।
যদি সে মানুষ হয়
নিশ্চয় হবে বোধোদয় ,
ভাববে সে করছি কি???
খুঁড়ায়েছি দুনিয়ার ছি ছি।
পরকালে লাঞ্চনা আর যাতনা
তার জন্য আছে আরো কতনা...।


তওবা করে যদি সে ফিরে আসে
খোদার উপর অবিচল দৃঢ় বিশ্বাসে,
তবেই ক্ষমা পাবে সে
খোদার করুণায় ভেসে।
তখনই তো তুমি শুনবে তার কথা
ক্ষমা করে ঝেড়ে ফেলে সব ব্যথা।
01.05.2015