(ভাস্কর নভেরা আহমেদ কে)
তোমার নিভৃত ধ্যান আর ভাংবেনা;
এ কেমন ধ্যান ছিল লোকচক্ষুর অন্তরালে।
পাগলপ্রায় সৃষ্টির মদ্যপ উম্মত্ততা দেখালে আমৃত্যু,
দেহ বিসর্জন দিলে প্রকৃতির অমোঘ নিয়মে।
এবার তুমি সত্যি লোকচক্ষুর অন্তরালে।


কণ্টককীর্ণ জীবনের দীর্ঘ পথে
শিল্প সংগ্রামে রচেছিলে নতুন অধ্যায়।
হে শিল্প সংগ্রামী, দেখালে তুমি-
সংগ্রামের সফলতা বিজয়ে নয়;
সংগ্রামের সফলতা আমৃত্যু সংগ্রামে।
আজ তুমি বিজয়ী; ছিলে নিভৃত ধ্যানে সংগ্রামী।


আমি দেখেছি তোমার সৃষ্টি শকুনের
নখের আঁচড়ে রক্তাক্ত হয়েছে,
রক্তের দাগ মুছে আবার দাঁড়িয়েছে উন্নত শিরে।
তোমার সৃষ্টির গায়ে লিখা তোমার নাম যারা মুছে দিল ।
দৃঢ় চিত্তে বলতে পারি ওরা মানুষ নয়,
অথচ তোমার সৃষ্টি মুছে দিল
মানুষের মাঝে সকল বিভেদ রেখা
আর তুমি আমৃত্যু সৃষ্টিতে কাটালে
নিভৃত ধ্যানে মানুষেরে ভালবেসে।
09.05.2015