রক্তমাখা আকাশ দেখি
বরফ গলা নদী
উষ্ণ মরু বুকে আগুন
জ্বলছে নিরবদি ।


রক্ত নদী বইবে কত
হ্রদয় মাঝে জ্বালা
জ্যান্ত মানুষ লাশ হয়ে
ভাসছে নদীনালা।


বজ্রাঘাতে আকাশ ফাটে
দগ্ধ দেহে সুখ
তবুও আমি স্বপ্ন দেখি
পেতে রাখি বুক।
16.05.2015