জঙ্গলস্খলিত বন্যের হাতের ছায়া আক্রমণ করতো একসময়।
এখন বন্যের হাতের ছায়া নয়, বন্যেরা ধেয়ে আসে তুমুল হিংস্রতায় ।
এখন লোকালয়ে দিনের আলোতে জন্ম নেয় বন্যরা।
জন্মদিনের পোষাকে নয়; ধর্মীয় পোষাকে,
সভ্যতার পোষাকে আর মধ্যযুগীয় পদ্ধতিতে।


আমরা প্রতিনিয়ত আক্রান্ত হই,
তির্যক আক্রমণে দীর্ঘ অন্ধকার রচিত হতে চলছে জনপদে।
বন্যের হিংস্র আগ্রাসন বেষ্টনীতে কে কতটা নিজেকে বাঁচাতে পারে ?
অকার্যকর ধর্মের দোহাই বন্যতা আর হিংস্রতার আস্ফালন মাত্র।
তুমুল হিংস্রতা বেষ্টিত আমাদের বোধ জাগ্রত হোক
ধর্ম শৃঙ্খলিত  মুমূষতা থেকে ।
তবেই রচিত হতে পারে বন্যহীন জনপদ।