সবাই চলে যায়
যেতে হবে সব
স্মৃতিগুলো মনে
তুলে কলরব।


সামনে পিছনে
কিংবা বাঁয়ে ডানে
অজানা মোহে
আমাদের টানে।


মগ্ন হই বুঝে
কিংবা না বুঝে
হারিয়ে গেলে
লাভ কি খুঁজে?


সায়াহ্ন এলে
খুঁজি প্রাণপণ
পাওয়া কি যায়
সময়ের ধন?


যবে আসবে ডাক
সকল হাঁকডাক
মৃত্যু এসে বলবে
এখন এসব থাক।


তারপর সব
হয়ে যাবে স্মৃতি,
বিস্মৃতি হবে
থাকবে না প্রীতি।
04.06.2015