আজ থেকে শুরু রোজা
অনেকের কাছে বোঝা,
কিভাবে থাকে উপভাস
যেন উঠে নাভিশ্বাস।
তারপরও খায়না
ব্যবহারে হায়না,
দিন-রাত করে ধান্ধা
দাবী করে নেক বান্দা।


ভাব ধরে কত মিয়া
আড় চোখে দেখে কিয়া?
রোজা এলে খুব খুশী
খায় তারা জাপানি শুশি,
কাজ কাম সব ভুলে
আসল চেহারা খুলে
হালাল আর হারামে
কাটে সুখে আরামে।


রোজা এলে কতজন
নসিহতে দেয় মন ,
ওয়াজ আর নসিহতে
কাজ ছাড়া ঘুরে পথে।
মনে কত তৃপ্তি
অবয়বে দীপ্তি
মুখে বলে যাহা
আমলে নেই তাহা।


রোজা এলে কতজন
করে কত আয়োজন ,
আসলে কি প্রয়োজন
নাকি হয় ভুরি ভোজন ?
রোজার শিক্ষা আত্মশুদ্ধি
উদয় হোক শুভবুদ্ধি
ধারণ করুক সবাই শিক্ষা
ভুলে যাক প্রবৃত্তির দীক্ষা।
২২.০৬.২০১৫