খুঁটিতে বেঁধে আঘাত করে
মারল তারা যাকে
নয়তো সে শিশু রাজন
প্রজন্ম বলি তাকে।

একটি শিশুই একটি জাতি,
স্বপ্ন বাবা মা’র
চোখের মাঝে হাজার রকম
স্বপ্ন আঁকা যার ।

নরপশুরা আঘাত করে
ভাঙ্গল পাঁজর বুকের
নিথর দেহে পড়ল ঝরে
স্বপ্নগুলো চোখের ।

হিংস্র প্রাণী নরপশুদের
কোন প্রভেদ নাই
অথচ মানুষ,মানুষ ভেবে
কাছে দেয় ঠাই।

কোথার আজ হারিয়ে গেল
মনুষত্ব বোধ হায়
সভ্য সমাজ এ হিংস্রতার
পারে কি এড়াতে দায়?
14.07.2015