নষ্ট পথে যারা হয়ে গেছে ভ্রষ্ট
তাদের দেখে যাদের নেই কষ্ট
তাহলে কি তারা সকলেই নষ্ট ?
কষ্ট ভুলে নষ্ট পথে হয় ভ্রষ্ট।


স্বপ্নে দেখে পথের মোড়ে সুখ
বিদ্বেষ ছড়ায়ে ভুলে সব দুঃখ
কাঁদা মাখা পথে কাঁদা মেখে হাঁটে
করে গড়াগড়ি হাঁটে ঘাটে মাঠে।


হিংস্র বেশে দম্ভ ভরে তেড়ে আসে
নষ্ট পথে সুখ অবিনাশী হাসে
নেই কোন চেষ্টা তবু কত তেষ্টা
কত খুশী প্রবৃত্তির ‘বাবু কেষ্টা’ ।