দৃঢ় প্রত্যয়ী কর্ম উদ্দীপ্ত উৎক্ষিপ্ত তুমি জগত ব্যাপিয়া,
শিকড় ধরিয়া শিখরে উঠিয়া ছড়ালে কিরণ রবি হইয়া।
নিঘ্রুম চোখে স্বপ্ন দেখিয়া জীবন ব্যাপিয়া
দেখাইলে স্বপ্ন সত্য করিয়া।
প্রনামি ঈশ্বর তব তোমায় দেখিয়া
ঈশ্বর কোলে হাত বাড়াইয়া,
মানুষের মাঝে ঈশ্বর বহে মানুষ হইয়া।


তোমাকে দেবতা ভাবিবো নাকি ঈশ্বরদূত তুমি?
বিস্ময়ে থাকি দাঁড়াইয়া,
মানুষ আদিম বন্যতায় ভাসিয়া হিংস্রতায় উঠে জাগিয়া
দাবী করে ঈশ্বর তাহাদের কাছে হাত পাতিয়া...।
করুণা তব মানুষের লাগিয়া
প্রচারে মত্ত আবর্জনা মাখিয়া।
এত প্রহসন যত ঈশ্বরের
তবে বলো এবার তুমি দেবতা নাকি ঈশ্বরদূত?