নবনিতা একান্তে পুষতো অশ্রুনদী
যখন একটু সুখ বইতো ঝরতো অশ্রু
জলের মতন, দুঃখ হারায়ে অশ্রুতে যার সুখ।
দুঃখ বিলাসী নবনিতার চোখে স্বপ্ন ছিল,আহত স্বপ্ন
সভ্যতার নিষিদ্ধ আনন্দ বইতো তার দেহে।
প্রাগৈতিহাসিক জীবনের মগ্নতা;
মনুষ্য সমাজে বন্যের আধিপত্য ;
হিংস্র ছোবল নবনিতার নিয়তি।


ঘৃনার আবরণে মোড়ানো কিছু মানুষের
উলঙ্গ আহার্য  জীবন পৃথিবীকে করেছিল নিষিদ্ধ পল্লী ।
নিষ্পাপ থেকে নিষিদ্ধ তারপর নিঃশেষ জীবন,
করুন কীর্তি কখনো কিছু মানুষের কৃতিত্ব হয়।
নবনিতার নিঃশেষ জীবনের অনিঃশেষ ভাবনাগুলো
আজো বহন করে নিষিদ্ধ পল্লীর অসংখ্য নবনিতা,
নিষ্পাপ থেকে নিষিদ্ধ তারপর তারাও নিঃশেষ হয়।