পিছন দিকে তাকিয়ে ভাবছো
এগিয়ে গেছো অনেক দূর
জানো কি এখন কোথায় আছো ,
গন্তব্য আর কত দূর ?


সামনে দেখো বাঁধার পাহাড়,
শত্রুরা আসছে ধেয়ে
ঈশাণ কোণে মেঘ জমেছে,
ঝরছে বজ্র আকাশ বেয়ে।


অথচ তৃপ্তি তনু মনে ভাবছো
গন্তব্য নয় বেশী দূর
তাই কি বুঝি হাসছো সুখে
কণ্ঠে বয় অহংকারি সুর?