(সদ্য প্রয়াত শ্রী হেমচন্দ্র ভট্টাচার্য্য স্যার কে)


আমৃত্যু বিচরণ তাঁর কবিতার শরীরে,
দৃঢ় চিত্তে কবিতায় শব্দের গাঁথুনিতে
শৈল্পিক আল্পনা এঁকেছেন ।
মানুষের কণ্ঠে কবিতার শৈল্পিক উচ্চারণ সৃষ্টি
তাঁর চিত্তের মুগ্ধতা আর আমৃত্যু সাধনা।


তাঁর সৃষ্ট শৈল্পিক কণ্ঠের দৃঢ় উচ্চারণ
আমাকে আজ বড়বেশী স্মৃতি কাতর করে, যখন শুনেছি-
‘’শ্রী হেমচন্দ্র ভট্টাচার্য্য আমার প্রতিটি শুদ্ধ উচ্চারণের নাম..’’।


তাঁর কণ্ঠের প্রতিটি শব্দের উচ্চারনে দেখেছি
রবীন্দ্রনাথ, নজরুল কিংবা জীবনানন্দের কাব্যিক
সুখ-দুখ,হাসি-কান্নার জীবন্ত প্রতিচ্ছবি।
চিত্তের মুগ্ধতা আর কিয়ৎ দর্শন ও সহচর্য
আমাকেও কাব্য প্রেমে দীক্ষিত করে।
চিত্ত অনুরণিত উৎক্ষিপ্ত সুখ বয়ে প্রতিবাদী হয়েছি
তাঁর কণ্ঠের উচ্চারণে- ‘‘ভাঙ্গ ভাঙ্গ ভাঙ্গ কারা,
আঘাতে আঘাত কর’’ ।
নিজেকে সামলে রপ্ত করেছি প্রতিবাদের ভাষা
আপন সৃষ্ট পথে কবিতার শরীরে শব্দের গাঁথুনিতে।
19.08.2015