ডানা ভাঙ্গা পাখির চোখে সায়াহ্ন
দিনের আলোতে উম্নাদ আঁধার ,
রাতের ক্লান্তি বহন করে জ্যোৎস্নার শরীর
অমাবশ্যায় ক্লান্তি ঝরায়।


মেঘের প্রসব বেদনা শুরু হলে বৃষ্টি ঝরে ,
অস্তিত্ব বিলীন হলে কেবল বেদনা সরে।
অথচ মানুষের ক্ষত চিহ্ন বেঁচে থাকে
অস্তিত্ব বিলীন হলেও।