বোধের দরজায় খিল এঁটে শুদ্ধতার উম্মত্ততা দেখায় যারা
আত্মতৃপ্তিই তাদের ভুলিয়ে দেয় ভুল আর শুদ্ধের পার্থক্য।
উত্থান-পতন কিংবা কর্মযজ্ঞ বোধের দরজার খিল
আরো শক্ত করে। প্রতিবাদী কণ্ঠস্বর দাঁড়ালে
ভুলের উম্মত্ততা বাড়ে শুদ্ধতার আবরণে।
অথচ শুরুটাই যাদের ভুল ধারাপাত শিখে।
'
অন্যায়ের বিরুদ্ধে বজ্র হবার ন্যায়বোধ আজ বড়ই অভাব।
অপরাধের বিচার ‘নীরবতা’ মানে অপরাধ লালন।
দম্ভ,অহংকার, স্বেচ্ছাচারিতাই যদি হয় অর্জন
তবে আমৃত্যু বোধের দরজার খিল থেকেই যাবে।
'
হতাশার ঘাম মুছে সত্য-ন্যায় ব্রতীরা ঘুরে দাঁড়াবার
এখনই সময়। দম্ভ, অহংকার আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে
বজ্র হবার এখনইতো সময় । কর্মব্যর্থতা, বোধের দরজার
খিল ভাঙ্গতে বজ্র হবার এখনই তো সময়।
অপরাধের বিচারে জন্য বজ্র হবার এখনই তো সময়।
সময়ের সাথে সখ্যতা গড়ে সত্য-ন্যায় ব্রতীরা
যদি ঘুরে না দাঁড়ায় তাহলে কি জবাব দিবে অনাগতদের???
26.08.2015