সবুজের নৃত্যের ছন্দে নিত্য মহানন্দে
নন্দন দৃষ্টি চলে যেত বহুদূর
বৃক্ষেরা দাঁড়ায়ে দু’হাত বাড়ায়ে শুনিয়েছে
কোকিল কণ্ঠে সুর সুমধুর।


জ্যোৎস্নার মাঝে করে গড়াগড়ি ভাসায়ে
জীবন তরী উড়ায়েছি পাল
সাগর নদী পাহাড়  মাড়িয়েছি জানিনা
দেখা হবে কি কোন কাল ?


এমন ভাবনা শূন্যে ভাসায়ে অবশেষে
সামনে এসে দাঁড়ালে
হ্রদয় মাঝে কম্পন বাড়ায়ে ভাবনাগুলো
আজ একেবারে আড়ালে।
01.09.2015